কম্পিউটারের ব্যবহারিক ক্লাস চালু করার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন।
.jpg)
কম্পিউটারের
ব্যবহারিক ক্লাস চালুর জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন।
তারিখঃ
১২ই সেপ্টেম্বর, ২০২২
বরাবর,
প্রধান
শিক্ষক
আল-ফারুক
একাডেমী।
সদর,
নোয়াখালী
বিষয়ঃ
ব্যবহারিক ক্লাস চালুর জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন
এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমাদের স্কুলের অনেক
সুনাম রয়েছে আমাদের জেলার মধ্যে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বিদ্যালয়ে কম্পিউটারের
কোনো ব্যবহারিক ক্লাস হচ্ছে না। যার কারনে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ছে। কম্পিউটারে
দক্ষ হতে হলে ব্যবহারিক ক্লাস আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।
অতএব, অনুগ্রহপূর্বক
আমাদের কম্পিউটারের ব্যবহারিক ক্লাস চালু করার জন্য আপনার নিকট একান্ত মর্জি কামনা
করছি।
বিনীত নিবেদক,
আপনার একান্ত বাধ্যগত ছাত্র
ফারাবি
শ্রেণিঃ ৪র্থ
রোলঃ ০৫
No comments