সম্মাননা পেল নোয়াখালী সদরের চার শিক্ষক-
করোনাকালীন অনলাইন পাঠদান এবং বাতায়নে কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট ব্লগ, ছবি আপলোড এর মাধ্যমে সক্রিয় থাকার কারণে নোয়াখালী সদর উপজিলার ৪ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি চট্রগ্রামের জিইসি কনভেনশন হলে ব্লেন্ডেড শিক্ষায় ডিজিটাল একসেস ও শিক্ষকের সক্ষমতা বিষয়ক শিক্ষক সম্মাননার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটুআই ও গ্রামিনফোন। এতে চট্রগ্রাম বিভাগের আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাআশি’র ডিজি প্রফেসর নেহাল আহমেদ। এ সময় এটুআই’র পিডি ও যুগ্ম সচিব হুমায়ুন কবির, ইউএসএ থেকে সরাসরি যোগদান করেন ই-লার্নিং এর স্বপ্নদ্রষ্টা ও উদ্ভাবক ড.বদরুল এইচ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পরীক্ষা ও মূল্যায়ণ উত্তম কুমার দাশ, পরিচালক কলেজ ও প্রশাসন প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, এটুআই’র সংযুক্ত কর্মকর্তা কবির আহমেদ, সাইফুল ইসলাম এবং গ্রামীণ ফোনের সিইও ও কর্মকর্তাবৃন্দ।
নোয়াখালী সদর উপজেলা থেকে
সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন- সফিপুর বালিকা দাখিল মাদরাসা সিনিয়র শিক্ষক মোঃ আবদুল
কারী, রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, পূর্ব চর উরিয়া
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আকতার লিপি ও কালাচাঁদপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খানম পিংকি। সম্মাননা পাওয়ায় এই গুনি চার শিক্ষককে বিভিন্ন
মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
No comments