ads

সম্মাননা পেল নোয়াখালী সদরের চার শিক্ষক-



করোনাকালীন অনলাইন পাঠদান এবং বাতায়নে কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট ব্লগ, ছবি আপলোড এর মাধ্যমে সক্রিয় থাকার কারণে নোয়াখালী সদর উপজিলার ৪ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি চট্রগ্রামের জিইসি কনভেনশন হলে ব্লেন্ডেড শিক্ষায় ডিজিটাল একসেস ও শিক্ষকের সক্ষমতা বিষয়ক শিক্ষক সম্মাননার আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এটুআই ও গ্রামিনফোন। এতে চট্রগ্রাম বিভাগের আইসিটিফোরই অ্যাম্বাসেডর শিক্ষকবৃন্দ অংশ গ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাআশি’র ডিজি প্রফেসর নেহাল আহমেদ। এ সময় এটুআই’র পিডি ও যুগ্ম সচিব হুমায়ুন কবির, ইউএসএ থেকে সরাসরি যোগদান করেন ই-লার্নিং এর স্বপ্নদ্রষ্টা ও উদ্ভাবক ড.বদরুল এইচ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পরীক্ষা ও মূল্যায়ণ উত্তম কুমার দাশ, পরিচালক কলেজ ও প্রশাসন প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী, এটুআই’র সংযুক্ত কর্মকর্তা কবির আহমেদ, সাইফুল ইসলাম এবং গ্রামীণ ফোনের সিইও ও কর্মকর্তাবৃন্দ।

নোয়াখালী সদর উপজেলা থেকে সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন- সফিপুর বালিকা দাখিল মাদরাসা সিনিয়র শিক্ষক মোঃ আবদুল কারী, রহমানিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, পূর্ব চর উরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আকতার লিপিকালাচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমা খানম পিংকি। সম্মাননা পাওয়ায় এই গুনি চার শিক্ষককে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।  


No comments

Theme images by Matt Vince. Powered by Blogger.